সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ভারত, কে বেশি এগিয়ে

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত

আট দলের চ্যাম্পিয়নস ট্রফিতে এখন টিকে রয়েছে চার দল। আজ (মঙ্গলবার) বেলা ৩টায় দুবাই ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজেয় ভারতের সামনে যেকোনো আইসিসির ইভেন্টে অপ্রতিরোধ্য দল অস্ট্রেলিয়া। প্রথম সেমিফাইনালের আগে আসুন একনজরে দেখে নেওয়া যাক দুই দলের এক দিবসীয় ম্যাচের পরিসংখ্যান।

ভারত এবং অস্ট্রেলিয়া ওয়ানডেতে একে অপরের মুখোমুখি হয়েছে ১৫১ বার। এর মধ্যে জয়ের হিসাবে এগিয়ে অস্ট্রেলিয়া। তারা জিতেছে ৮৪টি ম্যাচ। অপরদিকে ভারতের জয় ৫৭ ম্যাচে। যেখানে ১০টি ম্যাচে কোনো ফল হয়নি।

সাম্প্রতিক ফর্ম ও কন্ডিশন বিবেচনায় কিছুটা এগিয়ে রাখতেই হবে ভারতকে। সবশেষ পাঁচ ম্যাচে মুখোমুখি হয়ে ভারত জিতেছে দুটিতে, অস্ট্রেলিয়ার জয় তিনবার। গত আইসিসি টুর্নামেন্টে ২০২৩ সালে ঘরের মাঠ আহমেদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে কাঁদিয়ে ষষ্ঠবারের মত শিরোপা উৎসবে মেতে উঠেছিল অজিরা।

সবশেষ পাঁচ ম্যাচে দুই দলের মধ্যে সবচেয়ে বড় স্কোর ভারতের (৩৯৯), আর সর্বনিম্ন স্কোর অস্ট্রেলিয়ার (১৯৯)। দুদলই দুবার করে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। এবারের আসর আয়োজিত হচ্ছে হাইব্রিড মডেলে, যেখানে ভারত একই ভেন্যুতে খেলছে তাদের সব ম্যাচগুলো। তাই কন্ডিশন বিবেচনায় এগিয়ে থাকছে ম্যান ইন ব্লুরা। তবে দুবাইয়ের মন্থর উইকেটে ব্যবধান গড়ে দিতে পারেন স্পিনাররা, এমনটাই মনে করেন সাবেক ক্রিকেটাররা। 

রঙিন পোশাকের অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অধিনায়ক রিকি পন্টিং উত্তরসূরিদের বলছেন, লাহোরের রেকর্ডের কথা ভুলে যেতে। তার মতে, দুবাইয়ের মন্থর উইকেটে স্পিন সামলাতে পারার দক্ষতাই গড়ে দেবে ব্যবধান। 

আরো পড়ুন: পারফরম্যান্স ভালো না হলেও ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রস্তাব

পন্টিংয়ের কথার সাথে একমত পোষণ করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রীও। তিনি মনে করেন দুবাইয়ের সেমিফাইনালের মত চাপের ম্যাচে ২৫০ রানই জেতার জন্য যথেষ্ট। 

এদিকে চ্যাম্পিয়ন ট্রফির গ্রুপ পর্বের তিন ম্যাচে কোন দলই আগে ব্যাট করে ২৫০ স্কোর পার করতে পারেনি। সময়ের দাবি মেনে তাই অস্ট্রেলিয়া দলও যেন বেশি গুরুত্ব দিচ্ছে স্পিন বোলিংয়ের। নিয়মিত লেগ স্পিনার অ্যাডাম জাম্পার পাশাপাশি থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাফিস হেড ও কুপার কনোলি।

অপরদিকে ভারতের বা হাতি চায়নাম্যান বোলার কুলদীপ যাদব, দুই অভিজ্ঞ স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের সঙ্গে হয়তো একাদশে থাকতে পারেন বরুন চক্রবর্তীও।


সর্বশেষ সংবাদ