জামালপুরে ফের এসএসসি পরীক্ষায় নকলের দায়ে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৪ মে) দুপুরে উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে।
জানা গেছে, ইসলামপুর উপজেলার নেকজাহান পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন, ইসলামপুর হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২ জন এবং গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষার সময় নিয়মিত তদারকির অংশ হিসেবে কেন্দ্র পরিদর্শনে গেলে দেখা যায়, কয়েকজন পরীক্ষার্থী বই, চিরকুট ও মোবাইল ফোন ব্যবহার করে নকল করছে। পরিদর্শনের সময় তিনি বিষয়টি লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিচালনা কমিটির সিদ্ধান্তে ওই পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের ঘটনাটিও তারই অংশ।’
উল্লেখ্য, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় জামালপুর জেলায় এর আগেও নকলের দায়ে বেশ কয়েকজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজন শিক্ষককেও অব্যাহতি দেওয়া হয়েছে।