অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর করুন, আইইএলটিএসে ৬.৫ হলেই আবেদন

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে স্নাতকোত্তর করুন অস্ট্রেলিয়ায়
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে স্নাতকোত্তর করুন অস্ট্রেলিয়ায়

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া উচ্চশিক্ষার এক অন্যতম গন্তব্য। বিশ্বমানের শিক্ষা, উদ্ভাবনী গবেষণাসুযোগ এবং বৈচিত্র্যময় সংস্কৃতির মেলবন্ধন অস্ট্রেলিয়াকে আকর্ষণীয় করে তুলেছে। প্রতিবছর হাজারো শিক্ষার্থী উন্নত ভবিষ্যৎ গড়তে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের জন্য দেশটিতে গমন করে। সরকারপ্রদত্ত বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম ও সহায়ক নীতিমালা আন্তর্জাতিক শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ক্যারিয়ার গড়ার পথকেও সহজতর করে।

অস্ট্রেলিয়ার নানান স্কলারশিপের একটি হলো ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ’। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিনা মূল্যে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগে অধ্যয়ন করতে পারবেন। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে। আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল।

২০২৫ সালে এই স্কলারশিপ বিশ্বের ৫৫টি দেশের মোট ১,৫৫১ জন শিক্ষার্থীকে প্রদান করা হবে।  অস্ট্রেলিয়া ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে উল্লেখযোগ্যভাবে এই স্কলারশিপ প্রোগ্রামে ২৭০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার এয়ার টিকিট;

*বসবাসের জন্য যাবতীয় খরচ দেবে;

*অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর এস্টাব্লিশমেন্ট ভাতা দেবে;

*হেলথ ইন্সুরেন্স প্রদান করবে;

*কোর্স ভেদে ফিল্ডওয়ার্কের সুযোগ-সুবিধাও রয়েছে;

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর করুন ইতালিতে, লাগবে না আইইএলটিএস

আবেদনের যোগ্যতা ও শর্ত—

*বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে;

*বাংলাদেশের নাগরিক হতে হবে;

*অস্ট্রেলিয়ার নাগরিক, অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসকারী অথবা অস্ট্রেলিয়ায় বসবাসের জন্য ভিসা আবেদন করেছেন, এমন কেউ আবেদন করতে পারবেন না;

*অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের নাগরিকের সঙ্গে বিবাহ/এনগেজড হওয়া যাবে না;

*মিলিটারি সার্ভিসে কর্মরতরা আবেদন করতে পারবেন না;

*আপনি যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন, অবশ্যই তাদের অ্যাডমিশন ক্রাইটেরিয়া পূরণ হতে হবে;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার

ইংরেজিতে ন্যূনতম যোগ্যতা

আইইএলটিএস স্কোর ন্যূনতম ৬.৫, ইন্টারনেটভিত্তিক টোয়েফল স্কোর ন্যূনতম ৮৪ এবং  সব বিষয়ে ন্যূনতম ২১ ও পিটিই একাডেমিক স্কোর ন্যূনতম ৫৮ (যোগাযোগদক্ষতায় ৫০-এর নিচে গ্রহণযোগ্য নয়) স্কোর আবেদনের সঙ্গে জমা দেওয়া আবশ্যক।

নারী, প্রতিবন্ধী ব্যক্তি ও জাতিগত সংখ্যালঘুদের থেকে ন্যূনতম ৬ (বা সমতুল্য টোয়েফল বা পিটিই স্কোর) সমেত আইইএলটিএস স্কোর জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়। তবে বৃত্তির জন্য নির্বাচিত হলে, তাদের প্রাসঙ্গিক অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানের ইংরেজি ভাষাদক্ষতা ভর্তির প্রয়োজনে পূরণ করতে হবে।

আবেদনপদ্ধতি—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ এপ্রিল ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ