পিএইচডিতে ফেলোশিপ দিচ্ছে সৌদি আরব, মাসে থাকছে উপবৃত্তি

পিএইচডি প্রোগ্রামে ফেলোশিপ দিচ্ছে সৌদি আরব
পিএইচডি প্রোগ্রামে ফেলোশিপ দিচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফেলোশিপের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএইউএসটি)। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ ফেলোশিপ পেতে পারেন। আবেদন করা যাবে আগামী ১ জুলাই পর্যন্ত।

‘কেএইউএসটি গ্লোবাল ফেলোশিপ’ এর আওতায় শিক্ষার্থীরা মাসিক উপবৃত্তি, বার্ষিক গবেষণা বরাদ্দ, আবাসন সুযোগ ও ভ্রমণ খরচসহ নানা ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। এ ফেলোশিপের সময়সীমা ৩ বছর।

পানি, শক্তি, পরিবেশ, খাদ্য ও স্বাস্থ্য এবং ডিজিটাল ডোমেইন সম্পর্কিত বিষয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে শিক্ষার্থীদের পিএইচডি করতে হবে। এছাড়া আবেদনকারীর সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৪ বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে।

সুযোগ-সুবিধা
* নির্বাচিত শিক্ষার্থীদের প্রতি মাসে উপবৃত্তি প্রদান করবে।
* পরীক্ষাগার সুবিধা।
* লিডারশিপ ও মেন্টরশিপ প্রোগ্রামে এক্সেস পাওয়ার সুযোগ।
* স্বাস্থ্যবীমা।
* জীবনযাত্রার ভাতা এবং আবাসন সুবিধা।
* ভ্রমণ ভাতা।

গবেষণায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

যোগ্যতা
* পানি, শক্তি, পরিবেশ, খাদ্য ও স্বাস্থ্য এবং ডিজিটাল ডোমেইন সম্পর্কিত বিষয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে পিএইচডি করতে হবে।
* সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৪ বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে।
* পিএইচডির বিষয় ‘গ্রিন হাইড্রোজেন টেকনোলজিস এবং স্টোরেজ সল্যুশন’ এর উপর ফোকাস করবে।
* ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
* স্নাতক ও স্নাতকোত্তর সনদ দেখাতে হবে।
* ৩ বছরের জন্য একটি গবেষণা প্রস্তাব জমা দিতে হবে।

আরও পড়ুন: গবেষণায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়

প্রয়োজনীয় নথিপত্র 
* আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
* একাডেমিক পেপারস।
* মোটিভেশন লেটার।
* দুইটি পাবলিকেশন। 
* তিনটি রিসার্চ প্রপোজাল।
* দুইটি রেফারেন্স লেটার।
* আবেদনকারীর সিভি।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 


সর্বশেষ সংবাদ