এসএসসি পরীক্ষার ফল ১২ মে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ মে ২০২৪, ১২:৩৬ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৭ AM

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী রবিবার (১২ মে) প্রকাশিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফলাফল হস্তান্তর সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ মে ২০২৪ (রবিবার) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী ২০২৪ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
রেওয়াজ অনুযায়ী, ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রীসহ শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা। এসময় তিনি ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন। পরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।