পরীক্ষায় ভালো করার দোয়া

পরীক্ষা—এই শব্দটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে উদ্বেগ, চাপ আর দুশ্চিন্তা। ছোটবেলায় স্কুলের পরীক্ষার সময় থেকে শুরু করে বড় হয়ে চাকরির পরীক্ষা, জীবনের প্রতিটি ধাপে যেন পরীক্ষার একটি ছায়া আমাদের অনুসরণ করে চলে। কেউ কেউ মনে করেন, পরীক্ষা মানেই কষ্ট, মানেই অস্থিরতা, আর মানেই একরাশ আতঙ্ক। কিন্তু প্রকৃতপক্ষে, পরীক্ষা হচ্ছে মানব জীবনের এক স্বাভাবিক ও অবশ্যম্ভাবী অনুষঙ্গ, যার মাধ্যমে মানুষ তার সীমা, সক্ষমতা ও ধৈর্যের মাত্রা যাচাই করে থাকে।

পরীক্ষা একজন শিক্ষার্থীর মেধা ও মান যাচাইয়ের মানদন্ড। পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে যাচাইয়ের সুযোগ পান। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে। এর পাশাপাশি আল্লাহ তায়ালার ওপর ভরসা ও আমলের মাধ্যমে পরীক্ষা ভালো হতে পারে। এখানে এমন কিছু দোয়া তুলে ধরা হলো—

পরীক্ষা ভালো করার ৭ দোয়া
 
১. رَبِّ زِدْنِي عِلْمًا উচ্চারণ: ‘রাব্বি যিদনী ইলমা’ অর্থ: ‘হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করো।’ (সুরা তোহা ১১৪)

২. رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى وَيَسِّرْ لِىٓ أَمْرِى وَٱحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِى يَفْقَهُوا۟ قَوْلِى উচ্চারণ: ‘রব্বিশ রাহলী সদরী ওয়া ইসসিরলী আমরী, ওয়াহলুল ওক্বদাতাম মিল লিসানি ইয়াফক্বাহু কওলি’ অর্থ: ‘হে আমার পালনকর্তা! তুমি আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও এবং আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে।’ (সুরা তোহা: ২৫-২৮)
 
৩. اللَّهُمَّ أَيِّدْني بِرُوحِ الْقُدُسِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা আইয়িদনি বেরুহিল কুদুস। অর্থ: ‘হে আল্লাহ! তুমি আমাকে পবিত্র আত্মার মাধ্যমে শক্তি বৃদ্ধি করো।’ (বুখারি ৪৫৩, মুসলিম ২৪৮৫, মেশকাত ৪৭৮৯)

৪.  ِاللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا وأعُوْذُ بِاللَّهِ مِنْ حَالِ أهْلِ النَّارউচ্চারণ: ‘আল্লাহুম্মানফা-নি বিমা আল্লামতানি, ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা, ওয়া আউজুবিল্লাহি মিন হালি আহলিন নারি। অর্থ: হে আল্লাহ! আমাকে তুমি যা শিখিয়েছ, তা দিয়ে আমাকে উপকৃত করো, আমার জন্য যা উপকারী হবে, তা আমাকে শিখিয়ে দাও এবং আমার ইলম (জ্ঞান) বাড়িয়ে দাও এবং আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। (তিরমিজি ৩৫৯৯, ইবনে মাজাহ ২৫১, ইবনু আবি শায়বা ১০/২৮১)
 
৫. رَبِّي يَسِّرْ وَلاَ تُعَسِّرْ وَتَمِّمْ بِالْخَیْر উচ্চারণ: ‘রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর’ অর্থ: ‘হে আমার প্রতিপালক! তুমি সহজ করে দাও, কঠিন করো না এবং কল্যাণের সাথে সমাপ্ত করে দাও।’ (বায়হাকি কুবরা ৭০০৩, ১১২৯৯)
 
৬. اللَّهُمَّ فَقِّهْنِي فِي الدِّينِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ দীন’ অর্থ: হে আল্লাহ! আমাকে দীনের জ্ঞান দান করুন।’ (বুখারি: ১৪৩)
 
৭. اللَّهُمَّ لَا سَهْلَ إلاَّ مَا جَعَلْتَهُ سَهْلاً، وأنْتَ تَجْعَلُ الحَزْنَ إذَا شِئْتَ উচ্চারণ: ‘আল্লাহুম্মা লা-সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হুজনা সাহলান ইজা শিইতা।’ অর্থ: ‘হে আল্লাহ, আপনি যা সহজ করে দেন তা ছাড়া কোনো কিছুই সহজ নেই। আর আপনি চাইলে পেরেশানিযুক্ত কাজও সহজ করে দেন।’ (সহিহ ইবনে হিব্বান: ৯৭৪)


সর্বশেষ সংবাদ