নববর্ষে প্রথমবারের মতো বৈশাখী মেলা, বর্ণিল সাজে জবি
- জবি কন্ট্রিবিউটর
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৬:১৪ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৫, ০৬:১৪ PM

নববর্ষ মানেই নতুন উদ্দীপনা, নতুন সাজ। আর সেই সাজের ছোঁয়া এবার প্রথমবারের মতো আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাঙ্গণে। বাংলা ১৪৩২ সালের পহেলা বৈশাখে জবি আয়োজন করতে যাচ্ছে বৈশাখী মেলা, যেখানে থাকবে ৩০টি বর্ণিল স্টল, রঙিন শোভাযাত্রা আর শিক্ষার্থীদের প্রাণের উচ্ছ্বাস।
আজ বুধবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে নববর্ষের কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। স্টলের জন্য রেজিস্ট্রেশন চলবে ১০ এপ্রিল পর্যন্ত। শিক্ষার্থীরা নিজেদের ইচ্ছেমতো পণ্য বা খাবার বিক্রি করতে পারবে। বৈশাখী মেলা জবির এবারের নববর্ষের বিশেষ চমক।’
শুধু মেলা নয়, নববর্ষের আয়োজনে থাকছে ঐতিহ্যবাহী শোভাযাত্রাও। গরু, গাড়ি, পাখি আর মুখোশের মিছিল নিয়ে রঙ ছড়াবে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। ডিন অধ্যাপক ড. মো. আলপ্তগীন বলেন, ‘শোভাযাত্রার প্রস্তুতি পুরোদমে চলছে। শিক্ষার্থীরা দারুণ উদ্যম নিয়ে কাজ করছে। সবকিছু সঠিকভাবেই এগোচ্ছে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পহেলা বৈশাখের দিন থাকবে মেলা, শোভাযাত্রা এবং নানান সাংস্কৃতিক পরিবেশনা।
প্রথমবারের মতো বৈশাখী মেলা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দের ঝলক। আর কয়েকদিন পরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মেতে উঠবে বর্ণিল বৈশাখী আমেজে।