ইসরায়েলি পণ্য বর্জনের ডাক জবি উপাচার্যের

জবি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংহতি সমাবেশে শিক্ষকরা
জবি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংহতি সমাবেশে শিক্ষকরা

ইসরায়েলের সব পণ্য বর্জনের ডাক দিয়েছেন জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। সেই সঙ্গে দেশি পণ্য ব্যবহার করে গাজাবাসীর জন্য আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন তিনি। আজ সোমবার (৭ এপ্রিল) জবির কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত শিক্ষক সমিতির এক সংহতি সমাবেশে এ কথা বলেন তিনি।

জবি উপাচার্য বলেন, ‘মাসের পর মাস ধরে গাজায় যে বর্বর গণহত্যা চলছে, আমরা তা চুপচাপ দেখতে পারি না। দেশীয় পণ্য ব্যবহার করে গাজাবাসীর জন্য আর্থিক সহযোগিতা গড়ে তুলতে হবে। আমাদের হাত খালি, তবে দোয়ার শক্তি আছে। মহান আল্লাহ যদি আমাদের দোয়া কবুল করেন, তবে মজলুমদের মুক্তি আসবে।’

সমাবেশে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বেলাল হোসেনসহ অন্যান্য শিক্ষকরা বক্তব্য দেন।

বিক্ষোভ সমাবেশে অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ‘আজ আমরা প্রতিজ্ঞা করছি ইসরায়েলি সকল পণ্য বর্জন করবো। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই, রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানানো হোক।’


সর্বশেষ সংবাদ