ছুটি শেষেও ফাঁকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে একাডেমিক কার্যক্রম শুরু হলেও এখনো ফাঁকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস। আজ রবিবার (৬ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম চালু হলেও অধিকাংশ বিভাগেই শিক্ষার্থীদের উপস্থিতি কম লক্ষ করা গেছে। ক্যাম্পাসের আনাচে-কানাচে সাধারণত যেভাবে শিক্ষার্থীদের পদচারণ থাকে, ছুটি শেষে সেই চিত্র অনুপস্থিত।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা জানান, অনেক শিক্ষার্থী এখনো গ্রামের বাড়িতে অবস্থান করছেন। ঈদের ছুটি শেষ হলেও অনেকে ফিরতে দেরি করছে, ফলে ক্যাম্পাসে এখনো স্বাভাবিক প্রাণচাঞ্চল্য ফিরে আসেনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, দূরবর্তী জেলা থেকে আসার কারণে অনেকের ফিরতে সময় লাগছে। এ ছাড়া কিছু বিভাগের ক্লাস এখনো পুরোদমে শুরু হয়নি বলেও শিক্ষার্থীরা জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, কয়েক দিনের মধ্যেই শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে এবং ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ