খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইবিতে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এবং জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরাম। 

বুধবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন নেতাকর্মীরা।

আরও পড়ুন: টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে সেরা ঢাবি, দ্বিতীয় নর্থ সাউথ

মানববন্ধনে সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আমরা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করেছি। আমরা এই মানববন্ধনের মাধ্যমে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও সদস্য সচিব অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নওয়াজ। এ সময় সংগঠনটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান ও সদস্য সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাবসহ জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরামের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ