৪৬তম বিসিএসের পরীক্ষা পেছানো নিয়ে যা জানালেন পিএসসি চেয়ারম্যান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০২ AM

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। এ দাবিতে গতকাল দিনভর পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি কার্যালয়ে অবস্থান নিয়ে আন্দোলন করেছেন তারা। পরে সেনাবাহিনীর মধ্যস্থতায় বিকেল ৫টা ৪০ মিনিটে কার্যালয় ত্যাগ করেন চাকরিপ্রার্থীরা।
আন্দোলনকারীরা বলছেন, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা এখনো শেষ করেনি। যেভাবে ভাইভা নেওয়া হচ্ছে, সেটা শেষ হতে এক বছর সময় লাগতে পারে। এরই মধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ৪৪তম বিসিএসে ভাইভার প্রার্থীদের মধ্যে যারা ৪৬তম বিসিএসে প্রিলিতে উত্তীর্ণ হয়েছেন, তাদের লিখিত পরীক্ষার প্রস্তুতিও নিতে হচ্ছে একই সময়ে। যার কারণে পরীক্ষা পেছানোর দাবি করছেন তারা।
প্রার্থীদের এ দাবির বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে কথা হয়েছে। আমাদের সীমাবদ্ধতার কথা তাদের বলেছি। তাদের কথাও শুনেছি। পিএসসিকে ভালো অবস্থানে নিতে হলে বা জট কমাতে হলে আমাদের যেমন একটা পরিকল্পনা আছে, সে অনুসারে তাদের সহযোগিতাও আমাদের প্রয়োজন। সে বিষয়ে কথা হয়েছে। আন্দোলনকারীরা চলে গেছেন।’
অধ্যাপক মোবাশ্বের মোনেম আরও বলেন, ‘আমাদের প্রেসের স্লট পাওয়ার বিষয় আছে। আবার আগেই প্রশ্ন ছাপিয়ে রাখতে চাই না। সেটি বুঝতে হবে। স্কুল ও কলেজের এসএসসি ও এইচএসসি পরীক্ষা আছে, সেগুলোও দেখে–শুনে আমাদের সেন্টার পেতে হবে। আমরা কেবল একটা বিসিএস নিয়ে থাকছি না। সব বিসিএসেই আমাদের গুরুত্ব দিতে হচ্ছে। এই বাস্তবতা চাকরিপ্রার্থীরা দেখবেন বলে আশা করি।’