যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘নট-এ-বোরিং কম্পিটিশনে’ ওয়ার্ল্ড ইউনিভার্সিটির দুই ছাত্র আমন্ত্রিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৪:৫৭ PM

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের দুই ছাত্র মো. ফাহিম বিন মুনির এবং মো. অপু ভূঁইয়া এলন মাস্কের ‘দ্য বোরিং কোম্পানি’ কর্তৃক আয়োজিত প্রখ্যাত ‘নট-এ-বোরিং কম্পিটিশন’-এ অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। এই প্রতিযোগিতা আগামী মাসে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ব্যাস্ট্রপে অনুষ্ঠিত হবে। তাদের এই অসাধারণ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের এবং শিক্ষার্থীদের মেধার প্রকাশ।
‘নট-এ-বোরিং কম্পিটিশন’ একটি বৈশ্বিক প্রতিযোগিতা, যা শিক্ষার্থীদেরকে অত্যাধুনিক টানেল বোরিং প্রযুক্তি তৈরি করতে উদ্বুদ্ধ করে। এই প্রতিযোগিতার মাধ্যমে তারা তাদের দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তা বিশ্বমঞ্চে তুলে ধরতে পারে।
এই অংশগ্রহণ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর শিক্ষার উৎকর্ষতার প্রতিফলন এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভার পরিচয়। তাদের এই অসাধারণ অর্জন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সকলের জন্য গর্বের বিষয় এবং একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।