‘অভিযোগ’ নিয়ে দুদকে হাসনাত-সারজিস
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৪:০৭ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৫, ০৪:০৭ PM

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।
বুধবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে তারা রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পৌঁছান। প্রায় দেড় ঘণ্টা পর, আড়াইটার দিকে কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হাসনাত আব্দুল্লাহ জানান, "আমরা কিছু অভিযোগ নিয়ে এসেছিলাম এবং তা লিখিতভাবে কমিশনে জমা দিয়েছি।"
তবে অভিযোগের বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, "এটি অত্যন্ত গোপনীয়। এখনই বিস্তারিত প্রকাশ করা সঠিক হবে না। কারণ এতে সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার সুযোগ তৈরি হতে পারে।"
অভিযোগের লক্ষ্যবস্তু—দুদক, না কি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান—এই বিষয়ে সরাসরি উত্তর না দিয়ে হাসনাত বলেন, "যেহেতু বিষয়টি কনফিডেনসিয়াল, তাই এখনই তা প্রকাশ করলে আর কনফিডেনসিয়াল থাকে না।"
অন্যদিকে, সারজিস আলম বলেন, “দুদক অতীতে নানা সময়ে ব্যবহৃত হয়েছে কিছু মানুষের দ্বারা, যারা নিজেদের স্বার্থে এর অপব্যবহার করেছে। আবার অনেক সাধারণ মানুষ নির্দোষ হয়েও হয়রানির শিকার হয়েছেন। আমরা চাই না এমন কিছু আবার ঘটুক। আমাদের যেসব অভিযোগ ছিল, তা আমরা যথাযথভাবে দাখিল করেছি।”