আন্দোলনে শহীদ সেলিমের স্ত্রী-কন্যার পাশে তারেক রহমান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০১:২৫ AM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৩ AM

আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ ঝালকাঠির নলছিটির সেলিম তালুকদার রমজানের স্ত্রী ও নবজাতক কন্যার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১০ মার্চ) দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু নগদ টাকা ও উপহার সামগ্রী সেলিমের স্ত্রী সুমি আক্তারের হাতে তুলে দেন।
জানা গেছে, গত ১৮ জুলাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন সেলিম। ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩১ জুলাই রাতে তার মৃত্যু হয়।
নিহত সেলিমের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের মল্লিকপুর এলাকায়। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সেলিম ছিলেন মেজো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তিনি নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেডের সহকারী মার্চেন্ডাইজার পদে চাকরি করতেন। মারা যাওয়ার এক বছর আগে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি মুসলিমপাড়া এলাকার মতিউর রহমান চুন্নুর মেয়ে সুমিকে বিয়ে করেন সেলিম।
উল্লেখ্য, গত ৮ মার্চ সন্ধ্যা ৭ টার দিকে ঝালকাঠি শহরের একটি ক্লিনিকে সেলিম তালুকদারের স্ত্রী সুমির কোলজুড়ে সন্তান আসে। বাবার ডাক নামের সঙ্গে মিলিয়ে নবজাতকের নাম রাখা হয়েছে রোজা।