নারীদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে রাজশাহী কলেজ ছাত্রদলের মানববন্ধন

রাজশাহী কলেজ ছাত্রদলের মানববন্ধন
রাজশাহী কলেজ ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপিড়ন, ধর্ষণ, অনলাইন হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে  রাজশাহী কলেজ শাখা ছাত্রদল। আজ সোমবার (১০ মার্চ) সকালে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদের (আবির) নেতৃত্বে রাজশাহী কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানুল্লাহ আমান দেশব্যাপী চলমান পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ ৫ই আগস্টের পর কখনো কল্পনা করতে পারেনি জুলাই শহিদদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে আছিয়া মতো শিশু ধর্ষণের শিকার হবে। আমাদের সমাজ ব্যবস্থা ৫ আগস্টের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে পারছে না।’

তিনি বলেন, বর্তমান রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে জুলাই অভ্যুত্থানের পরেও রাষ্ট্র কি অতীতের পচে-গলে যাওয়া সিস্টেমেই থাকবে নাকি দেশের মানুষ যে কারণে যে কারণে রক্ত দিয়েছে সেই প্রত্যাশা পূরণ করবে।

আরও পড়ুন: ১৬৬ সুপারিশসহ ৩৪ রাজনৈতিক দলকে ঐকমত্য কমিশনের চিঠি

মো. আমানুল্লাহ আমান আরও বলেন, ‘বর্তমান অন্তবর্তীকালীন সরকার যদি দেশের অবস্থা স্বাভাবিক করতে না পারে, তাহলে দেশের মানুষ স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে যেভাবে রাস্তায় নেমেছিল আপনাদের বিরুদ্ধে নামতেও সময় লাগবে না।’

এ ছাড়া মানববন্ধনে উপস্থিত অন্য বক্তারা দেশব্যাপী চলমান পরিস্থিতির তীব্র নিন্দা জানান। বর্তমানে নারীদের ওপর যেভাবে নিপিড়ন বৃদ্ধি পেয়েছে তা প্রতিরোধে আইনের কার্যকারিতা বৃদ্ধির দাবি জানান। ধর্ষণকের শাস্তি একমাত্র ফাঁসি নিশ্চিতের দাবি জানান। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. রাশিকুজ্জামান প্রিতমসহ অন্য নেতারা।


সর্বশেষ সংবাদ