মমতাজের মারা যাওয়ার খবর প্রচার, যা জানা গেল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১২:৫৯ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৩ AM

সম্প্রতি ‘দুবাইয়ে গাড়ি এক্সিডেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতাজ’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিভিন্ন পোস্টের মন্তব্যের ঘরে একটি ভিডিও লিংকও যুক্ত করা হয়।
তবে তথ্য যাচাইকারী বা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার মঙ্গলবার (৪ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, তার মারা যাওয়ার তথ্য সঠিক নয়।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতের দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
শুরুতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে গতকাল (৩ মার্চ) দুপুর ২টা ৫ মিনিটে প্রকাশিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে দাবি করা হয়, ‘দুবাইয়ে গাড়ি এক্সিডেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতাজ’।
পোস্টটির মন্তব্যের ঘরে একটি ভিডিও লিংক যুক্ত করা হলেও ওই লিংকে প্রবেশ করে দেখা যায়, এটি একটি স্প্যাম ওয়েবসাইটের লিংক।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
সংস্থাটি জানায়, সুতরাং দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম নিহতের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সাবেক এমপি, মন্ত্রীসহ দলটির নেতাকর্মীরা দেশ-বিদেশে আত্মগোপনে রয়েছেন। তাদের মধ্যে মমতাজও গা ঢাকা দেন।
কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হয়ে প্রথম সংসদের যান। ২০১৮ সালে নৌকার মনোনয়নে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সবশেষ ২০২৪ সালে নৌকার মনোনয়ন পান। কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান মমতাজ। এরপর রাজনীতিতে তেমন সক্রিয় না থাকলেও সরকার পতনের পর থেকেই তিনিও আত্মগোপনে রয়েছেন।