বাটা শোরুমে লুটপাটের দৃশ্য দাবিতে ভাইরাল হওয়া ছবিটি এআই দিয়ে তৈরি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১১:৫৩ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ১১:৫৩ PM

গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিন প্রতি সমর্থন জানিয়ে সারাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় আন্তর্জাতিক জুতা নির্মাতা প্রতিষ্ঠান বাটার কয়েকটি আউটলেটে হামলা ও জুতা লুটের ঘটনা ঘটে।
ওই সময়ের লুটের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বাটা শোরুমে লুটপাটের দৃশ্য দাবিতে ভাইরাল হওয়া ছবিটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি।
বিভিন্ন এআই ইমেজ ডিটেক্টর যেমন- ইসইটএআই ডটকম এবং হাইভ মডারেশন ডটকম টুলসে ইমেজটি চেক করে দেখা গেছে ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ।
ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে এতে এআই দিয়ে তৈরি ছবির বেশ কিছু লক্ষণ দেখা যায়। যেমন- বিকৃত হাতের গঠন, এক ব্যক্তির তিনটি হাত থাকা, জুতার বাক্সে চাপ পড়লেও ভাজ না হওয়া ও আয়নার প্রতিফলনের সাথে সামনের দৃশ্যের মিল না থাকা।