শবে বরাত উপলক্ষে সরকারের ৫৩০০ টাকা দেওয়ার দাবিতে প্রচার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪১ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৩ AM

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘আসন্ন পবিত্র শবে বরাত উপলক্ষে সরকার দিচ্ছে দেশের সবাইকে ৫৩০০ টাকা অনুদান, যা সরাসরি বিকাশে প্রদান করা হবে’ শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে নজরে এসেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের। এক প্রতিবেদনে তারা বলছে, বিষয়টি সঠিক নয়।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন পবিত্র শবে বরাত উপলক্ষে দেশের সবাইকে সরকারের ৫৩০০ টাকা অনুদান দেওয়ার কোনো ঘোষণা সরকার বা বিকাশের পক্ষ থেকে দেওয়া হয়নি বরং, ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে এই প্রলোভন দেখানো হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত পোস্টগুলোতে থাকা ওয়েবসাইট লিংকে প্রবেশ করলে ওপরে বিকাশের লোগো এবং ‘শবে বরাতে সরকারের বিশেষ উপহার’ শীর্ষক একটি লেখা পাওয়া যায়।
এরপর বিস্তারিত অংশে বলা হয়, ‘সারা দেশের সবাই পাবে। প্রত্যেক নাগরিক এই সুযোগ একবার পাবে। ৫৩০০ টাকা পেতে আপনাকে ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ করার পর সরাসরি ৫৩০০ টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে জমা হবে। এই অফারটি সীমিত সময়ের জন্য! তাই দেরি না করে এখনই ফরমটি পূরণ করুন এবং অফারে অংশ নিন।’
রিউমর স্ক্যানার টিমের একজন অনুসন্ধানকারী নিরাপত্তাজনিত কারণে ভুল তথ্য দিয়ে ওই ফর্ম পূরণ করে জমা দিলে এটি আরেকটি নতুন পেজে নিয়ে যায়। নতুন পেজে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ করে রিউমর স্ক্যানার টিম। নতুন পেজের ইন্টারফেসটি হুবহু বিকাশে পেমেন্ট করার ইন্টারফেসের মতো। তা ছাড়া দাবি অনুসারে রিউমর স্ক্যানারের অনুসন্ধানকারীর ৫৩০০ টাকা পাওয়ার কথা থাকলেও নতুন ইন্টারফেসটি হচ্ছে কাউকে টাকা পেমেন্ট করার ইন্টারফেস। অধিকন্তু এখানে পেমেন্ট গেটওয়ের জায়গায় বিকাশ কর্তৃপক্ষের কোনো কিছুর বদলে ‘sagor enterprise’ নামটি দেখা যায়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পূর্ববর্তী ফরমে নিজের বিকাশ অ্যাকাউন্টে আছে হিসেবে উল্লেখ করা ২৪০০ টাকাই এখানে পেমেন্টের পরিমাণ। এরপর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হয়।
এ পর্যায়ে রিউমর স্ক্যানারের অনুসন্ধানকারী বিকাশহীন নিজের একটি নাম্বার দিলে ‘The input wallet is not eligible’ লেখাটি প্রদর্শন করে, যা প্রমাণ করে এটি বিকাশের আসল পেমেন্ট পেজেই নিয়ে এসেছে। তা ছাড়া এ বিষয়ে বিকাশের ডোমেইন নাম দেখেও নিশ্চিত হওয়া যায়।
তারপর সঠিক বিকাশ নম্বর দিলে ওটিপি চাওয়া হয়। সঠিক ওটিপি দিলে পরে পাসওয়ার্ড চাওয়া হয়৷ অর্থাৎ, বিকাশ নম্বর, ওটিপি এবং পাসওয়ার্ড ঠিকভাবে বসালে অ্যাকাউন্টে থাকা তথা ফরমে উল্লেখ করা টাকা প্রতারকের অ্যাকাউন্টে চলে যাবে। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে রিউমর স্ক্যানারের অনুসন্ধানকারী সঠিক পাসওয়ার্ড দিয়ে সর্বশেষ ধাপটি সম্পন্ন করেননি।
পরবর্তী অনুসন্ধানে, দেশের সবাইকে ৫৩০০ টাকা অনুদান দেওয়ার কোনো ঘোষণা সরকার বা বিকাশ দিয়েছে কি না, সে বিষয়ে অনুসন্ধান করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে বিকাশের ওয়েবসাইট, ফেসবুক পেজ, গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং আসন্ন পবিত্র শবে বরাত উপলক্ষে দেশের সবাইকে সরকারের ৫৩০০ টাকা অনুদান দেওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।