মানিক মিয়া এভিনিউয়ের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৩ AM

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির গন্তব্যে পরিবর্তন এসেছে। পূর্বঘোষিত শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউয়ের পরিবর্তে এখন এই প্রতিবাদী পদযাত্রা শেষ হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে।
‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের প্ল্যাটফর্মটি আগামী ১২ এপ্রিল (শুক্রবার) এই কর্মসূচির আয়োজন করছে। বুধবার (৯ এপ্রিল) তাদের ফেসবুক পেজে কর্মসূচির স্থান পরিবর্তনের বিষয়টি জানানো হয়।
আয়োজকরা জানিয়েছেন, গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে ঢাকায় এটিই হতে যাচ্ছে সর্ববৃহৎ জনসমাবেশ। দল-মত-ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিককে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ইতোমধ্যে সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা ভিডিও বার্তার মাধ্যমে একাত্মতা প্রকাশ করেছেন। ‘মার্চ ফর গাজা’–কে কেন্দ্র করে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তাগুলোর মধ্যে রয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম, আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম, অভিনেতা তামিম মৃধা, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকসহ অনেকে।
শায়খ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, মাহমুদুল্লাহ রিয়াদসহ অনেকে নিজেদের ফেসবুক পেজে এই কর্মসূচির প্রচার করেছেন। মিজানুর রহমান আজহারী বলেন, ১২ এপ্রিল শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে এই মার্চটি শেষ হবে। ইনশা আল্লাহ, আমি নিজে সশরীর এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন।’