সুপারিশপত্রের ৮ নম্বর শর্ত স্পষ্ট করলো এনটিআরসিএ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ০৩:৩৪ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৫ AM

তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত ২৬৮ জনকে নিয়োগের পুনঃসুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সুপারিশপ্রাপ্তদের নিয়োগের ৮ নম্বর শর্ত স্পষ্ট করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বুধবার (২১ ডিসেম্বর) এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে ৮ নম্বর শর্তের বিষয়টি স্পষ্ট করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শূন্য পদে ২৬৮ জন প্রার্থীকে প্রতিস্থাপন করা হয়। উক্ত সুপারিশ পত্রের ৮নং শর্তের বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এমতাবস্থায়, উক্ত শর্তটি নিম্নরূপভাবে স্পষ্টিকরণ করা হলো।’’
“৩য় নিয়োগ চক্রের MPO ভুক্ত পদে আবেদন করে যে সমস্ত প্রার্থী বিভিন্ন কারণে এমপিওভুক্ত হতে পারেননি তাদের মধ্য থেকে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে ২৬৮ জনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে প্রতিস্থাপন করা হয়। পরবর্তীতে দেখা যায় কোন কোন প্রার্থী এমপিওভুক্ত হতে পারেননি মর্মে এ অফিসে আবেদন করলেও প্রতিস্থাপনের পূর্বেই তারা ইতোমধ্যে এমপিওভুক্ত হয়েছেন। উক্ত ৮নং শর্তটি তাদের জন্য প্রযোজ্য। যে সমস্ত প্রার্থী ৩য় নিয়োগ চক্রের পূর্ব থেকেই ইনডেক্সধারী ছিলেন এবং ইনডেক্সধারী প্রার্থী হিসেবে ৩য় নিয়োগচক্রে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে উক্ত ৮নং শর্ত প্রযোজ্য হবে না।’’