অনুষ্ঠান শেষে মানিক মিয়া অ্যাভিনিউ পরিষ্কার করলেন এনসিপির কর্মীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৮ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি—এনসিপি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে তৈরি মঞ্চ থেকে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন।
দলটির আনুষ্ঠানিক ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশ থেকে নেতাকর্মীরা রাজধানীতে সমবেত হয়েছেন। পার্টির নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ছাত্র-জনতার উপস্থিতির কারণে মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। দলটির কার্যক্রম শেষে অনুষ্ঠানস্থল পরিপাটি ও চলাচলের উপযোগী করতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন নেতাকর্মীরা।
পার্টির নেতাকর্মীরা মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার করে চলাচলের উপযোগী করে তুলছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা যানবাহন ও পথচারীদের জন্য স্বাভাবিকভাবে চলাচলের উপযোগী করা হবে।