‘অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে কারাবন্দি হই, এখন মেয়ের বয়স ১৫ বছর’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:১১ PM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:১১ PM

‘৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে চাকরির তিন বছর বয়সে কারাগারে যাই। আমার একমাত্র মেয়ের বয়স এখন সাড়ে ১৫ বছর।’ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে এসব কথা বলেন সাবেক বিডিআর সদস্য মামুন।
মামুন আরও বলেন, ‘সম্পূর্ণ বিনা বিচারে আমি ১৬ বছর কারাগারে ছিলাম। যদি সঠিক বিচার হতো তাহলে আমাকে কারাভোগ করতে হতো না।’
কারাসূত্রে জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪১ জন, কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন ও কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১২ জনসহ ১৬৮ বিডিআর সদস্যকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
এদিকে কারাবন্দি বিডিআর জওয়ানদের মুক্তির অপেক্ষায় সকাল থেকে ফুল নিয়ে কারাগারের সামনে অপেক্ষা করছেন তাদের স্বজনরা।
প্রসঙ্গত, রবিবার (১৯ জানুয়ারি) ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।