নির্বাচনের পর প্রধানমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলন সকালে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০২ AM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০২ AM

সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এই প্রথম এ ধরনের আয়োজনে বক্তব্য দেবেন তিনি।
জানা গেছে, জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অবহিত করবেন প্রধানমন্ত্রী।
আরো পড়ুন: ঢাবি ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব, সতর্ক করল প্রশাসন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ১০টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে ১৫ ফেব্রুয়ারি জার্মানি যান। ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি।