সড়কে অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ১১:৫৮ AM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৭ AM

রাজধানীর মিরপুর ১১ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিকরা। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে বকেয়া পরিশোধ ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সকাল ১০টা থেকে মিরপুর ১১ নম্বর , মেট্রোরেল এলাকার বিভিন্ন পোশাক কারখানার প্রায় ৪ থেকে ৫শ শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ করছেন। শ্রমিকদের অবরোধের কারণে ওই সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ।
মিরপুর পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ জানিয়েছেন, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত আছেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।