বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা সুইফট

টেইলর সুইফট
টেইলর সুইফট

বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা টেইলর সুইফট। কয়েক দিন পরই আনুষ্ঠানিকভাবে সেই স্বীকৃতি পেতে যাচ্ছেন তিনি। এই পপ তারকার বর্তমান সম্পদের মূল্য প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার কোটি টাকা)।

একের পর এক মাইলফলক স্থাপন করে যাচ্ছেন টেইলর সুইফট। নতুন এ মাইলফলক স্থাপন করতে গিয়ে তিনি পেছনে ফেলেছেন রিহানাকে। এর আগে পপ তারকা রিহানা ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা। তার সম্পদের পরিমাণ ছিল ১ দশমিক ৪ বিলিয়ন ডলার।

সুইফট শিগগিরই রিহানার সেই ‘সর্বকালের সবচেয়ে ধনী নারী কণ্ঠশিল্পী’ তকমাটা দখল করতে যাচ্ছেন। কয়েক দিন পরই তার সম্পদের পরিমাণ ১ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাবে। ফোর্বস ম্যাগাজিনে একটি সূত্র বলছে, সুইফটের সম্পদের সর্বশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করলে তিনিই সবচেয়ে সম্পদশালী নারী কণ্ঠশিল্পী হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাবেন।

আর পড়ুন: বিটিএস ভেঙে যাওয়ার খবরটি সত্য নয়

সম্প্রতি টেইলর সুইফট জানিয়েছেন, নিজ দেশে আসছে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেবেন তিনি। এ ঘোষণা দেওয়ার পর থেকে হু হু করে তার ফলোয়ার বাড়ছে। গত ১০ সেপ্টেম্বর টেইলর সুইফট জানান, তিনি কমলাকে সমর্থন করবেন। এর পর থেকে ৩ অক্টোবর পর্যন্ত স্পটিফাইয়ে তার ফলোয়ার বেড়েছে ১ দশমিক ৮৫ মিলিয়ন, অ্যানালিটিকস ফার্ম চার্মেট্রিক এ তথ্য জানিয়েছে।


সর্বশেষ সংবাদ