জামালপুরে অধ্যক্ষকে লাঞ্ছনার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৭:১৪ PM , আপডেট: ০৯ মার্চ ২০২৫, ০৭:১৪ PM

জামালপুরের ইসলামপুরে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) বিএনপির সাবেক উপজেলা সেক্রেটারি নবীনেওয়াজ খান লোহানীর (বিপুল) নেতৃত্বে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. মুজিবুর রহমানকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে। এসময় ছাত্রদলের কর্মীরা আইএইচটির এক শিক্ষার্থীর ওপর হামলা চালায়। আজ রবিবার (৯ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নবীনেওয়াজ খান লোহানী (বিপুল) দুপুরে আইএসটি ক্যাম্পাসে আসেন এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. মুজিবুর রহমানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তিনি অধ্যক্ষকে অপমানজনক মন্তব্য করেন, যা শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে। এরপর নবীনেওয়াজ খান লোহানীর (বিপুল) নেতৃত্বে ছাত্রদল নেতা রনি ও তার সহযোগীরা আইএসটি শিক্ষার্থী আশরাফুলের ওপর হামলা চালায়। এর ফলে আশরাফুল গুরুতর আহত হন।
এ বিষয়ে অধ্যক্ষ ডা. মুজিবুর রহমান বলেন, ‘এই ঘটনায় আমি হতবাক। একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এমন আচরণ আশা করিনি। আমি তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
আহত শিক্ষার্থীর বন্ধু নাজিম বলেন, ইসলামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা লোহানীর নেতৃত্বে ছাত্রদল নেতা রনি ও তার সহযোগীরা আশরাফুলের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে বেধরক মারধর করে ফেলে রেখে যায়। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে সে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
এদিকে, অভিযুক্ত নবীনেওয়াজ খান লোহানী (বিপুল) এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীরা হামলার বিচার দাবি করে বিক্ষোভ করেন।