ঢাকা আলিয়ায় ৩০ বছর ধরে ৪৪ পদে নেই শিক্ষক, ব্যাহত হচ্ছে পাঠদান
দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন
- ঢাকা আলিয়া প্রতিনিধি
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৭:২০ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৩ AM

ঢাকায় অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ৪৪টি পদে নেই কোন শিক্ষক। ৩০ বছর ধরে এসব পদে শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। ফলে এসব পদে দ্রুত শিক্ষক নিয়োগ দিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। দ্রুত সময়ে শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি শিক্ষার্থীদের।
শিক্ষক সংকট দূর করতে আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বকশিবাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা -ই-আলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের হাতে ‘শিক্ষক সংকট নয়, শিক্ষা সংকট নয়, শিক্ষক নিয়োগে শিথিলতা নয়, দ্রত নিয়োগ চাই। শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন কর, শিক্ষক সংকট দূর কর।’ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
জানা গেছে, ৩০ বছর ধরে ৪৪টি পদে নেই কোন শিক্ষক। এসব পদে অতিথি শিক্ষক দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। এমনকি গত ২৫ আগস্ট পদত্যাগ করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। দীর্ঘ আট মাস ধরে এ পদটিও শূন্য রয়েছে। এ ছাড়াও মাদ্রাসার হেড মাওলানা পদে থাকা শিক্ষককে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। ফলে এ পদটিও খালি রয়েছে।
আরো পড়ুনা: দেশের সব মাদ্রাসায় বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ
সব মিলিয়ে চরম শিক্ষক সংকটে রয়েছে দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি। এ ছাড়াও প্রভাষক থেকে সহকারী অধ্যাপকের অনেকগুলো পদ বহুদিন ধরে খালি থাকায় পাঠদান থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার কামিল প্রথম বর্ষের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ‘দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হলেও, শিক্ষক পদের শূন্যতা শিক্ষার মানকে হুমকির মুখে ফেলেছে। অনেক দিন ধরেই এই প্রতিষ্ঠানটিতে শিক্ষক সংকট রয়েছে। এতে আমাদের পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত সময়ে এ সমস্যার সমাধান করতে হবে।’
মানববন্ধনে তাশফিকুল ইসলাম বলেন, ‘ভবিষ্যতের কথা চিন্তা করে সরকার দ্রুত শিক্ষক সংকট দূর করবে। এ সমস্যা দূর হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি হবে।’