বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ আইডিবি-বিআইএসইডব্লিউতে, থাকছে কর্মসংস্থানের সুযোগ

সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ গ্রহণ করতে চাইলে আবেদন করুন এখনই
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ গ্রহণ করতে চাইলে আবেদন করুন এখনই

নন-আইটি পড়ুয়া স্নাতকধারী প্রার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াকফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)। প্রতিষ্ঠানটি আইটি স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে তথ্যপ্রযুক্তি শিল্পের বিভিন্ন সেক্টরের চাকরির বাজার সার্ভে করে সে অনুযায়ী সব কোর্স ডিজাইন করে সেসব পরিচালনা করে আসছে, যা চাকরিক্ষেত্রে উচ্চ চাহিদাসম্পন্ন। 

এই প্রোগ্রামের আওতায় কোর্স সম্পন্নকারী প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থী দেশ-বিদেশে কর্মরত আছেন। এই প্রোগ্রাম এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬৩ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে, যারা দেশ এবং বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। আইএসডিবি-বিআইএসইডব্লিউ বর্তমানে রাউন্ড-৬৭-র জন্য আবেদনপত্র আহ্বান করেছে।

প্রসঙ্গত, আইডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রিতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইডিবি-আইএসইডব্লিউ নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন এবং বাস্তবায়ন করে থাকে।

সুযোগ-সুবিধা—

*প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য প্রায় ২ লাখ টাকা সমমূল্যের কোর্স;

*সম্পূর্ণ বিনা মূল্যের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম; 

*দেশসেরা আইটি প্রশিক্ষণগুলোর মধ্যে অন্যতম;

*সফলভাবে কোর্স সম্পন্নকারীদের ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়;

আরও পড়ুন: বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে আইডিবি-বিআইএসইডব্লিউ, বয়স ১৮ হলেই আবেদন

আবেদনের যোগ্যতা—

*স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন; 

*৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন;

স্নাতক বা সমমানদের প্রার্থীদের জন্য যেসব কোর্স—

*ওয়েব অ্যান্ড মোবাইল অ্যান্ড ডেভেলপমেন্ট ইউসিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার; 

*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.যেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস;  

*ক্রস প্ল্যাটফরম অ্যাপস ইউসিং এএসপি.নেট,  অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট;

*ওরাকল ডেটাবেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট;

*নেটওয়ার্ক সলুশান অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন; 

*গ্রাফিক্স, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং;

আরও পড়ুন: ২০০ নার্স নেবে সৌদি আরব, বেতন ৯০০০০—১০৫০০০ টাকা

৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য যেসব কোর্স—

*আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড; 

*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউসিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট;

*নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন;

*গ্রাফিক্স, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিক্স;

*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউসিং এসপি.নেট;

*ক্লাউড কম্পিউটিং ইউসিং ওরাকল অ্যাপেক্স;

*থ্রিডি ভিজুয়ালাইজেশন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২৫;
            
আবেদনপদ্ধতিসহ স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন। অথবা, ০১৭১৯০০৭১০৭ নম্বরে ফোন করে দরকারি তথ্য জেনে নিতে পারবেন। 


সর্বশেষ সংবাদ