আমাদের শিক্ষায় নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ ডাইমেনশন: গণশিক্ষা উপদেষ্টা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৫:২৬ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৩ AM

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, নৈতিকতার প্রসঙ্গটা আমাদের স্কুল কার্যক্রমে, শিক্ষকদের আচরণে, ব্যাপ্ত হওয়া প্রয়োজন। শিশুদের পারস্পরিক ইন্টারেকশনের মাধ্যমে এটা ব্যাপ্ত হওয়া উচিত। এভাবেই শুধু প্রাক্টিসের মাধ্যমে সে নৈতিকতাটাকে আয়ত্ত্ব করতে পারে বা অভ্যাসে পরিণত করতে পারে, যেটা ভবিষ্যৎ জীবনে তাকে চালিত করবে। শুধুমাত্র কতগুলো নৈতিক বাণী মুখস্থ করালে এটা বাস্তব জীবনে প্রতিফলিত হবে-এসব আশা করতে পারিনা।
আজ বুধবার (৯ এপ্রিল) ঢাকায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘মোরাল এডুকেশন ডেভলাপমেন্ট প্রোগ্রাম’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের শিক্ষায় নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ ডাইমেনশন। এসব শিক্ষার একটি অংশ হওয়া দরকার। নৈতিকতার মানে-তার সঙ্গে যারা আছে তাদের প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ, পরিবেশের প্রতি মমত্ববোধ, দায়িত্ববোধ এসব শিশু বয়সে আয়ত্ব করা প্রয়োজন। তাহলে আশা করতে পারি-ভবিষ্যতে শিশু এদিকে ধাবিত হবে।
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণধিকার পরিষদের মুখপাত্র মোঃ ফারুক হাসান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. শফিউল আজম, শিক্ষক ঐক্য জোটের নেতা জাকির হোসেন, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার এবং সদস্য মাসুম বিল্লাহ।
প্রসঙ্গত, ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে দেশপ্রেমিক, আদর্শবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী 'মোরাল এডুকেশন ডেভলাপমেন্ট প্রোগ্রাম' বাস্তবায়ন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট।