ঝিনাইদহে টাকা হারানোয় শিক্ষার্থীদের ‘চাল পড়া’ খাওয়ালেন শিক্ষিকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৩ AM

ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার ব্যাগ থেকে টাকা হারানোর পর শিক্ষার্থীদের চাল পড়া খাওয়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৭ ফেব্রুয়ারি), তবে তা জানাজানি হয় বুধবার (১৯ ফেব্রুয়ারি)। এতে অভিভাবক ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও অভিভাবকদের ভাষ্যমতে, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তির ব্যাগ থেকে দুই হাজার টাকা হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও টাকা না পেয়ে তিনি শিক্ষার্থীদের চাল পড়া খাওয়ানোর সিদ্ধান্ত নেন।
কয়েকজন শিক্ষার্থী জানায়, শিক্ষিকার টাকা হারানোর পর তিনি চাল নিয়ে আসেন এবং তা সবাইকে খেতে দেন।
এ বিষয়ে এক অভিভাবক রাশেদা জানান, শিক্ষার্থীদের এভাবে চাল খাওয়ানোর বিষয়টি খুবই দুঃখজনক ও অপ্রত্যাশিত। আরেক অভিভাবক, স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, শিক্ষিকা শিক্ষার্থীদের জোরপূর্বক চাল খাওয়ান, যা তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। এতে অনেকে স্কুলে যেতে ভয় পাচ্ছে।
অভিযোগের বিষয়ে শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তি বলেন, ‘আমার টাকা চুরি হয়েছে। সহকর্মীদের পরামর্শে শিক্ষার্থীদের চাল খাওয়ানো হয়েছে, তবে এটি কবিরাজের পড়ানো চাল নয়। সাধারণ চাল দেওয়া হয়েছে যেন শিক্ষার্থীরা সত্য কথা বলে।’
ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা জানান, ঘটনাটি সম্পর্কে জানতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে এবং প্রাথমিক তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।