গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ

হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’—এর আহ্বানে একাত্মতা প্রকাশ করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে আসেন। সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে এ প্রতিবাদ মিছিল শুরু হয়।

“No Work, No School, Until the Genocide Stops” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা এবং স্থানীয় এলাকাবাসীরাও যোগ দেন। মিছিলে নেতৃত্ব দেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এনামউল্যা। তিনি গাজায় চলমান হামলার নিন্দা জানান এবং বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন।

প্রতিবাদকারীরা ফিলিস্তিনের পতাকা, ব্যানার, পোস্টার এবং নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। ‘Stop Bombing Children’, ‘Free Palestine’, ‘I Stand With Palestine’ সহ নানা স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।

আয়োজকরা জানান, এই কর্মসূচি ছিল একটি শান্তিপূর্ণ প্রতীকী প্রতিবাদ, যার লক্ষ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ এবং গাজায় গণহত্যা বন্ধে বিশ্বব্যাপী চাপ সৃষ্টি করা।

শিক্ষার্থীরা বলেন, “আমরা নিরীহ ফিলিস্তিনি মানুষের ওপর বর্বর হামলার বিরুদ্ধে বিশ্ববাসীর সচেতনতা বাড়াতে এই কর্মসূচিতে অংশ নিয়েছি। শিক্ষা নিয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও মানবতার প্রশ্নে আমরা নীরব থাকতে পারি না।”

অপরদিকে আজকের এই কর্মসূচিতে এক বিবৃতির মাধ্যমে সংহতি জানায় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এবং জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ।


সর্বশেষ সংবাদ