দেশব্যাপী নারী সহিংসতার প্রতিবাদে শাবি শিক্ষক সমিতির মানববন্ধন
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:২৯ PM , আপডেট: ১০ মার্চ ২০২৫, ১২:২৯ PM

দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন ও হেনস্তার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক সমিতি। আজ সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষক অংশগ্রহণ নেন।
মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন যৌন নিপীড়ন ও হয়রানি নিরোধ সেলের পরিচালক অধ্যাপক ড. সাবিনা ইসলাম ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।
ড. সাবিনা ইসলাম বলেন, দেশব্যাপী নারী ও শিশুর প্রতি যে অপরাধ সংঘটিত হচ্ছে, সে জন্য অপরাধীদের শনাক্ত করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। এভাবে একটা দেশ চলতে পারে না।
আরও পড়ুন: আন্দোলনকারীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিষয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘নারী শিশুদের অধিকার নিশ্চিত না করে কোনো সমাজ উন্নতি করতে পারে না। দেশের বতর্মান সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের সোচ্চার থাকতে হবে। এবং আমরা অনতিবিলম্বে ধর্ষণের সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।’