রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক, পদ ৫৫

শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে প্রভাষক এবং সহকারী অধ্যাপক পদে ৫৫ শিক্ষক নিয়োগে বুধবার (৩০ এপ্রিল) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করে ৬ সেট আবেদনপত্র আগামী ২৫ মে বিকেল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়;
১. পদের নাম: সহকারী অধ্যাপক/প্রভাষক (২টি), প্রভাষক (২টি);
বিভাগ: রসায়ন;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: সহকারী অধ্যাপক পদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং প্রভাষক ২২,০০০-৫৩,০৬০ টাকা;
আরও পড়ুন: অ্যাডমিন অফিসার নেবে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, আবেদন অনলাইনে
২. পদের নাম: সহকারী অধ্যাপক/প্রভাষক (১০টি);
বিভাগ: ইতিহাস;
পদসংখ্যা: ১০টি;
বেতন স্কেল: সহকারী অধ্যাপক পদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং প্রভাষক ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৩. পদের নাম: সহকারী অধ্যাপক/প্রভাষক (৮টি);
বিভাগ: সমাজকর্ম;
পদসংখ্যা: ৮টি;
বেতন স্কেল: সহকারী অধ্যাপক পদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং প্রভাষক ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৪. পদের নাম: সহকারী অধ্যাপক/প্রভাষক (২টি), প্রভাষক (৩টি);
বিভাগ: ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: সহকারী অধ্যাপক পদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং প্রভাষক ২২,০০০-৫৩,০৬০ টাকা;
আরও পড়ুন: সরকারি বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠানে চাকরি, পদ ৯৯
৫. পদের নাম: প্রভাষক;
বিভাগ: ফারসি ভাষা ও সাহিত্য;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৬. পদের নাম: প্রভাষক;
বিভাগ: উর্দু;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৭. পদের নাম: সহকারী অধ্যাপক/প্রভাষক (৩টি), প্রভাষক (৬টি);
বিভাগ: হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা;
পদসংখ্যা: ৯টি;
বেতন স্কেল: সহকারী অধ্যাপক পদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং প্রভাষক ২২,০০০-৫৩,০৬০ টাকা;
আরও পড়ুন: ডিএনসিসিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৫৮
৮. পদের নাম: সহকারী অধ্যাপক/প্রভাষক (২টি), প্রভাষক (২টি);
বিভাগ: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: সহকারী অধ্যাপক পদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং প্রভাষক ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৯. পদের নাম: প্রভাষক;
বিভাগ: এগ্রিকালচারাল কেমিস্ট্রি (১টি), জেনেটিক অ্যান্ড প্লান্ট ব্রেডিং (১টি), এগ্রোনমি (১টি), এগ্রিকালচারাল এক্সটেনশন (১টি), প্লান্ট প্যাথলজি (১টি), সয়েল সায়েন্স (১টি), হর্টিকালচার (১টি), এন্টমোলজি (১টি);
পদসংখ্যা: ৮টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;
১০. পদের নাম: প্রভাষক;
বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;
আরও পড়ুন: বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, পদ ৬৬২, আবেদন এসএসসি পাসেই
যেভাবে আবেদন—
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণের পর ৬ সেট দরখাস্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বরাবর জমা দিতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), রাজশাহী বিশ্ববিদ্যালয়;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ মে ২০২৫, বিকেল ৫টা;
আবেদনের যোগ্যতা, শর্তাবলি, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।