বিজয় দিবসে প্রসপেক্ট অব বাংলাদেশ’র চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৭:৪৪ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৩ AM

মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে প্রসপেক্ট অব বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ফতেহপুর লতিফপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সকাল ১০টায় এই আয়োজন করা হয়।
এসময় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রথমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। এতে সর্বমোট ৭০জন স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে প্রথম তিনজনকে পুরস্কৃত করা হয়। এছাড়া বিজয়ের আমেজ ছড়িয়ে দিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সকলের মাঝেই সংগঠনের পক্ষ থেকে সান্ত্বনা পুরষ্কার প্রদান করা হয়।
প্রতিযোগিতায় প্রসপেক্ট অব বাংলাদেশের সদস্যবৃন্দ এবং স্কুলের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।