তা’মীরুল মিল্লাতকে হারিয়ে চ্যাম্পিয়ন তানযীমুল উম্মাহ
- তা’মীরুল মিল্লাত প্রতিনিধি
- প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০১:৩৮ AM , আপডেট: ০১ মার্চ ২০২৫, ০১:৩৮ AM

এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জাতীয় ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের পুরস্কার পেল ঢাকার উত্তরার তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার যাত্রাবাড়ী শাখাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তাধারা ও যুক্তিবাদী মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের বিতার্কিকরা আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত হয়ে উঠবে
তিনি আরও বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা উদার চিন্তা, বুদ্ধিদীপ্ত উপস্থাপনা ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করতে পারে। যা ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।
বিতর্ক প্রতিযোগিতায় তর্কের বিষয় ছিল— ‘ক্ষমতা হারানোর ভয়েই আওয়ামী সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছিলো।’
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, জাতীয় ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে গভীরভাবে চিন্তা করতে শেখায়। আমরা চাই শিক্ষার্থীরা সঠিক যুক্তি ও তথ্যের মাধ্যমে তাদের মতামত উপস্থাপন করুক এবং যুক্তিবাদী সমাজ গঠনে ভূমিকা রাখুক।