নেত্রকোনায় শিশুকে ধর্ষণের অভিযোগ
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৫, ১২:৪৩ PM

নেত্রকোনার আটপাড়া উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে অন্তর মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবক অন্তর মিয়া (২১) উপজেলার নারাচাতল গ্রামের রোকন মিয়ার ছেলে।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অন্তর মিয়া ওই শিশুর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অন্তর মিয়া পালিয়ে যান। পরে রাত একটার দিকে শিশুটিকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে রেফার্ড করেন।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষা শুরু কাল, পরীক্ষার্থীদের মানতে হবে যে ১৪ নির্দেশনা
স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি শিশুটির বাড়িতে যাই। শিশুটির শরীর ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন আছে। তাকে ধর্ষণের আলামত রয়েছে।’
এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাই এবং শিশুটি ও তার পরিবারের সঙ্গে কথা বলি। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান।’