মাজার-দরগাহে হামলা, গ্রেফতার ২৩
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০২:১০ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

গত সাড়ে পাঁচ মাসে বিভিন্ন স্থানে ৪০টি মাজার, সুফি কবরস্থান এবং দরগাহে ৪৪টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারি) পুলিশের প্রতিবেদনের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
শফিকুল আলম বলেন, 'বাংলাদেশ পুলিশ গত বছরের ৪ আগস্ট থেকে ৪০টি মাজার, সুফি কবরস্থান ও দরগাহে ভাঙচুরের হামলার রিপোর্ট পেয়েছে। ঘটনাগুলোর মধ্যে রয়েছে মাজার এবং ভক্তদের ওপর হামলা, মাজারের সম্পত্তি লুটপাট, মাজারে আগুন দেওয়া ইত্যাদি। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ১৭টি হামলার রিপোর্ট করা হয়েছে। চট্টগ্রাম বিভাগে ১০টি এবং ময়মনসিংহ বিভাগে ৭টি হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়াও ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় একটি মাজারে চারবার হামলার ঘটনা ঘটেছে।
প্রেস সচিব জানান, ৪৪টি হামলার ঘটনার সবকটিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এরমধ্যে ১৫টি নিয়মিত মামলা ও ২৯টি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগের ভিত্তিতে এবং পুলিশের উদ্যোগে এসব মামলা করা হয়েছে। এ পর্যন্ত মোট ২৩ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। দুটি নিয়মিত মামলায় ইতোমধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া ১৩টি নিয়মিত মামলা এবং ২৯টি জিডির তদন্ত চলমান রয়েছে।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার অবস্থান তুলে ধরে শফিকুল আলম বলেন, 'অন্তর্বর্তী সরকার মাজার-দরগায় যে কোনো আক্রমণের প্রতি জিরো টলারেন্স নীতি ধারণ করে। মামলাগুলো কঠোরভাবে তদন্ত করে হামলার ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করতে পুলিশের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের স্থাপনাগুলোর (মাজার ও দরগাহ) নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।'