টিলা ধসে মাটিচাপা পড়লেন একই পরিবারের ৭ সদস্য

সিলেটের চামেলীবাগ এলাকায় টিলা ধসের পর উদ্ধারকাজ চলছে
সিলেটের চামেলীবাগ এলাকায় টিলা ধসের পর উদ্ধারকাজ চলছে

সিলেটের চামেলীবাগ এলাকায় টিলা ধসে এেই পরিবারের সাতজন চাপা পড়েছেন। এর মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হলেও তিনজন চাপা পড়ে আছেন। সোমবার (১০ জুন) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই নগরীতে ভারী বৃষ্টি হচ্ছে। এতে চামেলীবাগ এলাকায় একটি টিলা ধসে পড়ে। এ সময় পাশের টিনশেডের বাসায় মাটিচাপা পড়েন এক পরিবারের সাতজন। তাঁদের মধ্যে চারজনকে উদ্ধার করা গেলেও এক দম্পতি ও তাঁদের দুই বছরের শিশু মাটির নিচে চাপা পড়ে আছেন।

আরো পড়ুন: সপ্তম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার, গলায় অস্ত্রের আঘাত

খবর পেয়ে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, কাউন্সিলর জাহাঙ্গীর আলমসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।


সর্বশেষ সংবাদ