পাঁচ দিন হদিস নেই মাদ্রাসায় যেতে বের হওয়া দুই ছাত্রীর

চট্টগ্রামের পটিয়া উপজেলা
চট্টগ্রামের পটিয়া উপজেলা

চট্টগ্রামের পটিয়ায় দুই মাদ্রাসাছাত্রী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাদরাসায় যাওয়ার উদ্দেশে বেরিয়ে গত বুধবার চান্দগাঁও এলাকা থেকে তারা নিখোঁজ হয়।

শনিবার (১৫ জুলাই) চট্টগ্রামের চান্দগাঁও থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন নিখোঁজ একজনের স্বজনেরা। দুজনই পটিয়ায় নিজেদের পরিবারের সঙ্গে থাকত। তারা এলাকার একটি মহিলা দাখিল মাদ্রাসার ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ডায়েরি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টায় দুই কিশোরী নগরীর চান্দগাঁও থানার পূর্ব সমশের পাড়া এলাকা থেকে নিখোঁজ হয়। এ বিষয়ে চান্দগাঁও থানার উপ-পরিদর্শক মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে বিষয়টি।


সর্বশেষ সংবাদ