পরীক্ষা কেন্দ্রে অসুস্থ ছাত্রী, রাতে পাওয়া গেল ঝুলন্ত মরদেহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১০:১৬ AM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৫ AM

জামালপুরের বকশীগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় এলাকা থেকে সারজিনা আক্তার (১৫) নামে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
সারজিনা পৌর এলাকার সামছের আলীর মেয়ে। স্থানীয় সানরাইজ এডুকেয়ার একাডেমির ছাত্রী ছিল সে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, শনিবার সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সারজিনা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দেয়। একপর্যায়ে কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়ে সে। পরীক্ষা ভালো দিতে না হওয়ায় অভিভাবকদের ভয়ে ‘আত্মহত্যা’ করেছে সে।
আরো পড়ুন: পরীক্ষা খারাপ হওয়ায় হতাশা, ঝুলন্ত লাশ পাওয়া গেল মন্দিরার
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পৌর এলাকার সীমারপাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সোমবার জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে মরদেহ। প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।