খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু করা হবে: মনোজ কুমার

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

খুব দ্রুতই ট্যুরিস্ট ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি বলেন, বর্তমানে বিজনেস ও মেডিকেল ভিসা চালু রয়েছে। দুই দেশের উচ্চপর্যায়ে আলোচনা সাপেক্ষে খুব দ্রুতই ট্যুরিস্ট ভিসা চালু করা হবে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঠিক রাখার পাশাপাশি আমদানি-রপ্তানির গতি বাড়াতে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এদিন দুপুরে সড়কপথে রাজশাহী থেকে তিনি হিলিতে আসেন। পরে সীমান্তে শূন্যরেখা অতিক্রম করে ভারতে যান এবং সেখানে ব্যবসায়ী ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি ভারতে কিছুক্ষণ অবস্থান শেষে আবারও বাংলাদেশের ফিরে আসেন এবং হিলি স্থলবন্দরের সম্মেলন কক্ষে কাস্টমস ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন।

বৈঠকে মনোজ কুমার বলেন, ভারত অংশে রাস্তাঘাট ও কোয়ারেন্টাইনসহ বেশকিছু কাজ চলমান রয়েছে। সেগুলো শেষ হলে এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি আরও বাড়বে।


সর্বশেষ সংবাদ