জাতীয় ক্রীড়া পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৪২

১১ পদে ৪২ কর্মী নিয়োগে আবেদন চলছে জাতীয় ক্রীড়া পরিষদে
১১ পদে ৪২ কর্মী নিয়োগে আবেদন চলছে জাতীয় ক্রীড়া পরিষদে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রতিষ্ঠানটি ১১ পদে ৪২ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় ক্রীড়া পরিষদ;

১. পদের নাম: সেক্রেটারি/প্রশাসনিক কর্মকর্তা (ফেডারেশন);

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ২২০০০—৫৩০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ক্রীড়াক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: শক্তি ফাউন্ডেশনে বড় নিয়োগ, পদ ৫১৫

২. প্রশিক্ষক;

পদসংখ্যা: ২৬টি;

বেতন স্কেল: ১৬০০০—৩৮৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা: খেলাধুলার প্রশিক্ষণে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

৩. আলোকচিত্র শিল্পী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৬০০০—৩৮৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*আলোকচিত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

৪. ইনস্ট্রাক্টর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১২৫০০—৩০২৩০ টাকা (গ্রেড-১১);

আবেদনের যোগ্যতা: শারীরিক শিক্ষা ও খেলাধূলায় ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: ২৫০০০-৩০০০০ বেতনে ১০ কর্মী নেবে জেন্টল পার্ক, আবেদন এইচএসসি পাসেই

৫. ইনস্ট্রাক্টেস;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১২৫০০—৩০২৩০ টাকা (গ্রেড-১১);

আবেদনের যোগ্যতা: শারীরিক শিক্ষা ও খেলাধূলায় ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

৬. সাঁটলিপিকার;

পদসংখ্যা: ৩

বেতন স্কেল: ১১০০০—২৬৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*টাইপের গতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে এবং সাঁটলিপিতে প্রতি মিনিটে গতি বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রকাশ করেছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১০৬

৭. স্টোরকিপার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০২০০—২৪৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৮. কম্পাউন্ডার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০২০০—২৪৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: কম্পাউন্ডার বিদ্যালয় সার্টিফিকেট;

৯. প্রচার সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯৩০০—২২৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: ২০০ কর্মী নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আবেদন এসএসসি পাসেই

১০. প্রুফরিডার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯৩০০—২২৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

১১. কার্যসহকারী;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯৩০০—২২৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: ৬৫৮ জন নিয়োগ দেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, আবেদন অনলাইনে

প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): ১৮ থেকে ৩২ বছর ( ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে);

আবেদন ফরম ডাউনলোড যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন;

আবেদন যেভাবে—

প্রার্থীদের ফরম পূরণের পর সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, ৬২/৩, পুরানা পল্টন, ঢাকা ১০০০ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের খামের ওপর পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে;

আবেদন ফি—

যেকোনো তফসিলি ব্যাংক থেকে ২০০ টাকা সমমূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে পাঠাতে হবে; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৫;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ