ড্যানিশ রিফিউজি কাউন্সিলে চাকরি, আবেদন স্নাতকেই

জেনারেল প্রোটেকশন অফিসার নিয়োগে আবেদন চলছে ড্যানিশ রিফিউজি কাউন্সিলে
জেনারেল প্রোটেকশন অফিসার নিয়োগে আবেদন চলছে ড্যানিশ রিফিউজি কাউন্সিলে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ড্যানিশ রিফিউজি কাউন্সিল। সংস্থাটি ‘জেনারেল প্রোটেকশন অফিসার’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। নিয়োগ দেবে কক্সবাজারে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়মিত বেতনের বাইরেও নানান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: ড্যানিশ রিফিউজি কাউন্সিল;

বিভাগের নাম: মনিটরিং;

পদের নাম: জেনারেল প্রোটেকশন অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

আরও পড়ুন: ৬০০০০-৭০০০০ বেতনে চাকরি বাংলাদেশ লেবার ফাউন্ডেশনে, আবেদন স্নাতকেই

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*গ্র্যাচুইটি;

*স্থানান্তর ভাতা;

*সপরিবার গোষ্ঠী জীবনবিমা;

*অর্জিত ছুটি নগদায়ন;

*চক্ষু ও দন্ত চিকিৎসা সুবিধা;

*মোবাইল বিল;

*উৎসব ভাতা বছরে ২টি ;

আরও পড়ুন: ৫০০০০ বেতনে আহ্ছানিয়া মিশনে চাকরি, আবেদন অনলাইনে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: কক্সবাজার;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ৪০০০০-৫৫০০০ বেতনে চাকরি ব্রিটিশ আমেরিকান সেন্টারে, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ জানুয়ারি ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ