ভর্তিচ্ছু আন্দোলনরতদের সঙ্গে বৈঠক, যে আশ্বাস দিল ইউজিসি

ভর্তিচ্ছু আন্দোলনরতদের ইউজিসির পক্ষ থেকে আলোচনার আহ্বান জানাচ্ছেন ইউজিসির প্রতিনিধি
ভর্তিচ্ছু আন্দোলনরতদের ইউজিসির পক্ষ থেকে আলোচনার আহ্বান জানাচ্ছেন ইউজিসির প্রতিনিধি

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে ইউজিসি অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু প্রায় শতাধিক শিক্ষার্থী। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে প্রথমে শিক্ষার্থীরা আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে জড়ো হন। পরে সেখান থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বহাল রাখার দাবিতে ইউজিসি অভিমুখে লং মার্চ কর্মসূচির পর ইউজিসি ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। পরে ইউজিসির পক্ষ থেকে আলোচনার আহ্বান জানালে শিক্ষার্থীরা এতে সাড়া দেন।

আন্দোলনে অংশ নেয়া রহমত উল্লাহ নামের ভর্তিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, একাধিক বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে হলে শিক্ষার্থীদের আর্থিক সংকুলান সম্ভব নয়। আমরা চাই গুচ্ছ পরীক্ষার মাধ্যমে সকল বিশ্ববিদ্যালয় অংশ নিক। ইউজিসির কাছে আমাদের দাবি, তারা যেন বিশ্ববিদ্যালয় গুলোকে নিয়ে গুচ্ছ আয়োজন ঠিক রাখে। 

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের নিবৃত করতে ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন তাদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি শিক্ষার্থী প্রতিনিধিদের ইউজিসির সঙ্গে বৈঠকের আমন্ত্রণ জানান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে যতটা করণীয় আছে আমরা সেটা করবো। গুচ্ছ থাকা না থাকার বিষয়ে বিশ্ববিদ্যালয় অথরিটিদের সিদ্ধান্তের বিষয়। কোন লিগ্যাল অথোরিটি না থাকায় সিদ্ধান্তগুলো একদিক থেকে আসছে না। তোমরা ইউজিসির সঙ্গে বসে আলোচনা কর। সেখান থেকে ভালো সিদ্ধান্ত আসতে পারে। 

পরে শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যানের সাথে আলোচনায় অংশ নেয়। সেখানে ইউজিসি চেয়ারম্যান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলাপ করে শিক্ষার্থীদের দাবির বিষয় উপস্থাপন কনেন। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি আবেদন পাঠানো হয়।

এ বিষয়ে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের এডিশনাল ডিরেক্টর মহিবুল আহসান বলেন, শিক্ষার্থীরা ইউজিসির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি পাঠিয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয় কী ধরনের ভূমিকা নেয় সেটা তাদের বিষয়।

আন্দোলনের সমন্বয়ক সিয়াম হাসান জানান, আমরা ইউজিসির চেয়ারম্যানের সাথে কথা বলে শিক্ষা উপদেষ্টা বরাবর একটা আবেদন দিয়েছি, যেটার মাধ্যম ইউজিসি। চিঠির বিষয়বস্তু হলো শিক্ষা মন্ত্রণালয় থেকে যেসকল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে গেছে তাদের নির্দেশনার মাধ্যমে গুচ্ছ পদ্ধতিতে ফিরিয়ে আনা। চেয়ারম্যান আমাদের আশ্বস্ত করেছেন। যেকোনো মূল্যে ২৪টি বিশ্ববিদ্যালয় গুলোকে ফিরিয়ে আনতে ইউজিসি কাজ করবে।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড এ এস এম ফায়েজ বলেন, আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করার চেষ্টা করেছি। আশা করছি তারা আমার কথায় আশ্বাস হয়েছেন। আমরাও চাই বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতিতে থাকুক। সেজন্যই আমরা কাজ করছি। যেসব শিক্ষার্থীরা আন্দোলন করছে, তাদের কষ্টের বিষয়টি আমাদের মাথায় রয়েছে। আশা করছি সুফল আসবে।


সর্বশেষ সংবাদ