মেডিকেল ভর্তিতে কোটার ন্যায্য ও সুষম পুনর্বণ্টন চেয়ে লিগ্যাল নোটিশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৬:৪২ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

মেডিকেল কলেজগুলোতে ভর্তিসহ অন্যান্য ক্ষেত্রে কোটার ন্যায্য বণ্টন চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) আইনজীবী জায়েদ বিন নাসের ডাকযোগে ও ই-মেইলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, অনেক প্রাণ ঝরে যাওয়ার পর চাকরিতে কোটা বাতিল করে বিগত সরকারের আমলে বিচার বিভাগ মোটামুটি একটা যৌক্তিক রায় দেয়। কিন্তু ভর্তি পরীক্ষা একটি প্রতিযোগিতামূলক মেধাভিত্তিক পরীক্ষা। এখানে মুক্তিযোদ্ধা কোটা থাকা বাংলাদেশের মূল্যবোধের পরিপন্থি।
নোটিশে আরও বলা হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন এবং অনগ্রসর অংশের জন্য সীমিত আকারে বিশেষ সুবিধার ব্যবস্থা করা যেতে পারে। তবে মেধার যাচাই মূল্যায়নে কোনোভাবেই কোটার স্থান থাকতে পারে না। এ ধরনের কোটার বিধান ‘সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের মূল্যবোধ পরিপন্থি।’
এ বিষয়ে জায়েদ বিন নাসের সাংবাদিকদের বলেন, দেশে কোটা ব্যবস্থা নিয়ে আবারও সমস্যা হোক সেটা আমরা চাই না। তাই কোটার বিধানগুলো কমিশনের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সরকারকে লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছে।