এসএসসি পরীক্ষা

অতিরিক্ত চিন্তা দূর করে যেভাবে পদার্থ ও রসায়নে ভালো করবে

রাসেল ইব্রাহীম
রাসেল ইব্রাহীম

পদার্থ ও রসায়ন বিজ্ঞান বিভাগের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুধু বিজ্ঞান বিভাগে ভালো ফলাফলের জন্যই নয় বরং পরবর্তী সময়ে বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষার জন্য যে শক্তিশালী ভিত্তির প্রয়োজন হয়, তা গড়ে তোলার জন্যও পদার্থ ও রসায়নে পরিষ্কার জ্ঞান দরকার। এসএসসি/দাখিল পরীক্ষা খুব কাছে। পরীক্ষা যত কাছে, চিন্তা তত বেশি। আর এই অতিরিক্ত চিন্তা দূর করে যেভাবে পদার্থবিজ্ঞান ও রসায়নে ভালো করবে–

* নিশ্চয়ই তুমি অধ্যায়ভিত্তিক হ্যান্ডনোট তৈরি করেছ, সেটা একনজর দেখবে।

* অধ্যায়ের প্রাথমিক ও গাণিতিক আলোচনা দেখা/লেখা শেষে সূত্রগুলো দেখে নেবে। আর রসায়নের বিক্রিয়াগুলো অবশ্যই কাগজে লিখবে।

* যে সৃজনশীলগুলো এতদিন চর্চা করেছ, সেগুলোই চর্চা করবে। মনে রাখবে, সৃজনশীল হুবহু কমন পড়বে না, তবে অনুরূপ সৃজনশীল আসবে।

* এমসিউকিউ সবগুলো না পারলেও বোর্ডে আসা এমসিকিউগুলো ভালো করে পড়ে নেবে।

* আর পরীক্ষার আগের রাতে রিভিশন দিয়ে ভালো ঘুম যেতে হবে এবং সকালে উঠেও চোখ বোলাতে পারো।

* আগের রাতেই প্রয়োজনীয় কাগজপত্র গোছাবে এবং পরের দিন নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে যাবে। প্রথম দিন একটু আগে যাবে।

* রোল, রেজিস্ট্রেশন, কোড ইত্যাদি সতর্কতার সঙ্গে পূরণ করবে, তাড়াহুড়ো করা যাবে না।

* প্রশ্ন পেয়ে ভালো করে পড়বে। কোন অংশ থেকে কয়টা চেয়েছে দেখবে। হয়তো মনে হবে কঠিন, সময়ের সঙ্গে সঙ্গে প্রশ্ন সহজ হয়ে যাবে।

* ভুল উত্তর কিংবা কাটাকাটি যেন না হয়, সেদিকে খেয়াল রাখবে।

* প্রশ্ন কমন পড়ুক আর না পড়ুক, খালি কাগজ জমা দেওয়া যাবে না। 

* আর নৈর্ব্যক্তিক সবগুলো একটানে পড়ার সঙ্গে আগে জানাগুলো ভরাট করবে, তারপর তুলনামূলক অপরিচিতগুলো ভেবেচিন্তে ভরাট করবে এবং তারপর বাকিগুলো ভরাট করবে।

মনে রাখবে, পরিশ্রম, কৌশল ও আল্লাহর রহমত– এই তিনের সমন্বয়েই ভালো রেজাল্ট হবে। ভয় নয়, সাহস রেখো। অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।

রাসেল ইব্রাহীম, সহকারী শিক্ষক, ভৌতবিজ্ঞান, আদর্শ একাডেমী,ফরিদগঞ্জ, চাঁদপুর।


সর্বশেষ সংবাদ