ঢাবিতে কাল শুরু হচ্ছে ভিওবি উইক সিজন-১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল শুরু হচ্ছে ভিওবি উইক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল শুরু হচ্ছে ভিওবি উইক

শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত দেশের প্রথম ম্যাগাজিন প্রকাশনা সংস্থা ভয়েস অব বিজনেস (ভিওবি) আয়োজন করতে যাচ্ছে ভিওবি উইক। আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার (১৯ ও ২০ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গনে আয়োজন করা হবে ভিওবি উইকের ১৪তম পর্ব (সিজন-১৪)।

ভিওবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আয়োজনের অন্যতম আকর্ষণ জব ফেয়ার। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গনে এ আয়োজন করা হবে, যেখানে দেশীয় এবং বহুজাতিক ১৫টির বেশি স্বনামধন্য প্রতিষ্ঠান থাকবে। যাদের মধ্যে উল্লেখযোগ্য ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আরলা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং আইএলডিসি।

এতে আরো বলা হয়, ২০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে ভিওবি’র ম্যাগাজিনের ১৪তম সংস্করণ। এছাড়াও একই দিনে আয়োজন করা হবে ‘ভিওবি রাইটিং কন্টেস্ট-২৪’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আর এ সবকিছুর মাঝে বরণ করে নেওয়া হবে ক্লাবটির নতুন সদস্যদের।

আরো পড়ুন: ‘বঙ্গবন্ধু’ নাম পাল্টে হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট

উল্লেখ্য, ভয়েস অব বিজনেস ২০০৭ সালে শিক্ষার্থী পরিচালিত দেশের প্রথম ম্যাগাজিন প্রকাশনা ক্লাব হিসেবে যাত্রা শুরু করে। এ পর্যন্ত ক্লাবটি ১৩টি ম্যাগাজিন প্রকাশ করেছে। এ ছাড়া ক্লাবটি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সময় ‘BRANDrill’-সহ বিভিন্ন প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করে।


সর্বশেষ সংবাদ