০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২

ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের বিষয়ে ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং অংশীজনদের ধারাবাহিক মতবিনিময় সভা শুরু হয়েছে। এ বিষয়ে গঠিত পরামর্শদান কমিটি এবং নির্বাচনের আচরণবিধি প্রণয়ন বা সংশোধন বিষয়ক কমিটির সঙ্গে এ সভা হচ্ছে।

আচরণবিধি প্রণয়ন ও সংশোধন বিষয়ক কমিটির সঙ্গে ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের মতবিনিময়ের মাধ্যমে ধারাবাহিক এ মতবিনিময় সভা শুরু হয়েছে। মঙ্গলবার (৪ ফ্রেব্রুয়ারি) প্রথমদিনের সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ডাকসু ও হল সংসদ নির্বাচনের পরামর্শদান কমিটির সঙ্গে ক্যাম্পাসের ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ডাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি প্রণয়ন বা সংশোধন বিষয়ক কমিটির সঙ্গে ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন অংশীজনের পৃথক দু’টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরামর্শদান কমিটির যুগ্ম-আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে সভায় ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি অংশ নেন। এতে কমিটির যুগ্ম-আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শরীফ উল্লাহ ভূঁইয়া, সদস্য কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও অবসরপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

এছাড়া আচরণবিধি প্রণয়ন বা সংশোধন বিষয়ক কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ-এর সভাপতিত্বে পৃথক মতবিনিময় সভায় ডাকসুর সাবেক নেতৃবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও  ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি অংশ নেন।

আরো পড়ুন: আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তির দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ

সভায় কমিটির সদস্য আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ্-আল-মামুন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আচরণবিধি প্রণয়ন বা সংশোধন বিষয়ক কমিটির আরও দু’টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি) পরামর্শদান কমিটির একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।