১০ মার্চ ২০২৫, ১৩:৩২
এমপিওভুক্তির দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রা
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছেন আন্দোলনরত শিক্ষকরা। আজ সোমবার (১০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষা উপদেষ্টার সাক্ষাতের উদ্দেশে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা।
শিক্ষকরা বলছেন, ২০২১ সালে অযৌক্তিক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে ফ্যাসিস্ট সরকার বৈষম্য সৃষ্টি করেছিল। তাই অবিলম্বে তাদের দাবি মানতে হবে। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন তারা।
আরও পড়ুন: ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ কবে, যা জানা যাচ্ছে
এর আগে গতকাল রোববার দুপুরে অবস্থানরত সব নন-এমপিও শিক্ষকরা খালি থালা হাতে নিয়ে ভুখা মিছিল করেন। মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে হাইকোর্ট কদম ফোয়ারা হয়ে পল্টন মোড় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।