শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের চেষ্টায় জাতীয়করণ প্রত্যাশী জোট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৪:১৪ PM , আপডেট: ০১ মার্চ ২০২৫, ০৪:১৪ PM

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা ১৮ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাবি আদায়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠকের চেষ্টা করছেন শিক্ষক নেতারা।
এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজীজী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের চেষ্টা করছি। এজন্য নানা ভাবে চেষ্টা করছি। উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আমাদের আন্দোলন কোন দিকে যাবে তা নির্ধারণ হবে।’
আন্দোলনরত শিক্ষকরা বলছেন, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছাড়বেন না তারা। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন তারা।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এরপর আট সদস্যের প্রতিনিধিদল আলোচনা জন্য সচিবালয়ে যান। এ বৈঠকে আশ্বাস পেলেও কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি এখনো। শিক্ষকরা বলছেন, দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন।